ভিন্নধর্মী পোশাকে নজর কাড়লেন মনামী
মনামী ঘোষকে অনেকেই মজা করে বাংলার উরফি জাভেদ বলে থাকেন। তার ইউনিক সাজ দেখে অনেকেই অনেক সময় মজা করেন। কখনো কখনো আবার সেই সাজ এবং হাটকে ডিজাইনের পোশাক দিয়ে তিনি নজর কেড়ে নেন সবার। এদিনও ঠিক একই ঘটনা ঘটল ফিল্মফেয়ারে।