• 09 Sep, 2024

একশ রানও করতে পারল না শ্রীলঙ্কা

একশ রানও করতে পারল না শ্রীলঙ্কা

আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে আগুন ঝরালেন প্রোটিয়া পেসাররা। বিশেষ করে আনরিখ নরকিয়ে। এই ডানহাতি পেসারের সামনে চোখে সর্ষে ফুল দেখেছে লঙ্কানরা। উইকেটে যাওয়া-আসার সময়টুকুতে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা ভানিন্দু হাসারাঙ্গার দলের! তাসের ঘরের মতো ভেঙে যাওয়া ব্যাটিং অর্ডারে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। ফলে তিন অঙ্কের ঘরে পা দেবার আগেই অলআউট লঙ্কানরা।

সোমবার (৩ জুন) নিউইয়র্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ১৯ রান করেছেন কুশল মেন্ডিস। প্রোটিয়াদের হয়ে ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নরকিয়ে।

আসরে প্রথমবার খেলতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ অভারে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ওটনেল ব্রাটম্যান। ৮ বলে ৩ রান করে ফেরেন নিশাঙ্কা। তিনে নেমে এগারো রানের বেশি করতে করতে পারেনি কামিন্দু মেন্ডিস।

এরপর হাসারাঙ্গা, সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কাদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউস কিছুটা চেষ্টা করেছেন। তবে তিনি ১৬ রানের বেশি করতে পারেননি। শেষদিকে দাসুন শানাকাও ব্যর্থ হয়েছেন।

ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝে লম্বা সময় এক প্রান্ত আগলে রেখেছিলেন কুশল মেন্ডিস। তবে ৩০ বল খেলে ১৯ রানে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার।