• 18 Jun, 2024

এক সপ্তাহে দুইবার বিয়ে করেছেন আলিয়া!

এক সপ্তাহে দুইবার বিয়ে করেছেন আলিয়া!

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে বলিউড নির্মাতা করণ জোহরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি।’ আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত বিনোদনে ভরপুর এই ছবি দেখতে হলমুখী হচ্ছেন দর্শকরা।

সিনেমাটির সাফল্যের মধ্যেই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন করণ। যেখানে সকলের সামনে আলিয়াকে নিয়ে গোপন এক তথ্য ফাঁস করেন এই নির্মাতা।

করণ জানান, এক সপ্তাহেই দুইবার বিয়ে করেছিলেন আলিয়া! কিন্তু এটা কিভাবে সম্ভব? পরিচালক বললেন, ২০২২ সালের এপ্রিল মাসে রনবীর কাপুরকে বিয়ে করেন আরিয়া। তাদের বিয়ের ঠিক চারদিনের মাথায় ছিল  ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর গান ‘কুদমাই’-এর শুটিং। ছবির দৃশ্য অনুযায়ী ওই শুটিং সেটেই আবার রণবীর সিংয়ের গলায় মালা দিতে হয় আলিয়াকে। তাই করণের ভাষায়, এক সপ্তাহেই দুইবার বিয়ের পীড়িঁতে বসেন নায়িকা।

মজা করে করণ আরও বলেন, ‘ওই শটের জন্য আলিয়ার বিয়ের মেহেদীতেই কাজ হয়ে গিয়েছিল। শুধু একটু গাঢ় করে নিতে হয়েছিল। নতুন করে আর মেহেদী লাগানোর প্রয়োজন পড়েনি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাটও। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমার বিয়ের লেহেঙ্গা অনেকটাই হালকা ছিল। আমি ওটা পরে এদিক-ওদিক ঘুরতে পেরেছিলাম। কিন্তু শুটিং-এর লেহেঙ্গাটা এতটাই ভারী ছিল যে আমি নড়তে পারছিলাম না।’

এখানেই শেষ নয়, আলিয়ার কথায়, ‘সাতপাকে ঘোরার সময় সবাই বলছিল, বর আগে। আমি তখন বলি- না কনে আগে। কারণ কিছুদিন আগেই আমার বিয়ে হয়েছিল। তাই সবটাই মনে ছিল।’