আর এই অনুরাগীদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন বলিউডের জনপ্রিয় গায়করা। এদের মধ্যে অন্যতম রাফতার এবং ইক্কা সিং। অরিজিতের উদাত্ত গলায় প্রশংসা করে যিনি অনায়াসে বলতে পারেন, ‘উপার্জনের ক্ষেত্রে বলিপাড়ার প্রথম সারির তারকাদের মধ্যে নিজের নাম লিখিয়েছেন অরিজিৎ। কিন্তু তার জীবনে কোথাও নেই সেই প্রাচুর্যের ছাপ। অরিজিৎ এতটাই অর্থবান যে আমার মতো ১০০ জনকে কিনে ফেলতে পারেন।’
ইক্কা আরও জানান, একবার একটি শো শেষ করে অরিজিৎ প্রেক্ষাগৃহ থেকে বেড়িয়েছেন। তার গাড়ি আসতে একটু বেশি সময় নিচ্ছিল। দেরি না করে একটা অটো ডেকে সেটাতে চড়ে বেরিয়ে যান। এতটাই সাধারণ বলিউডের এই অন্যতম সেরা গায়ক।
অরিজিৎ-স্তুতিতে তার সংযোজন, ‘উনি বিয়েতে পারফর্ম করেন না। একবার একজন তাকে প্রচুর জোর করছিলেন বিয়েতে পারফর্ম করার জন্য। শেষমেষ গায়ক তার কাছে পারিশ্রমিক হিসাবে চাইলেন মুম্বাইয়ের একটি ডুপ্লেক্স বাড়ি। সেই লোকও রাজি হয়ে গেলেন। মাত্র এক থেকে দেড় ঘন্টার পারফরম্যান্সের বিনিময়ে গায়ককে ডুপ্লেক্স গিফট করলেন তিনি।’
ইক্কা যোগ করেন, যে কেউ একবার খোঁজ করে দেখতে পারেন মুম্বাইয়ের বুকে একটি ডুপ্লেক্সের মূল্য কত! পাশ থেকে সায় দেন রাফতার।
ইক্কা আরও ফাঁস করলেন, ‘একটি স্টেজ-শো করতে এআর রহমান পারিশ্রমিক হিসাবে নেন ৩ কোটি টাকা। সেখানে অরিজিৎ দক্ষিণা হিসাবে নেন আরও অনেকটাই বেশি। তবে তিনি কিন্তু তাই বলে কলার উঁচিয়ে ঘুরে বেড়ান না।’
চলতি বছরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বাদশা-অরিজিৎ জুটি। থাইল্যান্ডের ব্যাংককে অরিজিতের সঙ্গে একই মঞ্চে শো করেছিলেন 'বাদশা'। ওই শোয়ের মঞ্চে বাদশার আগেই উঠেছিলেন অরিজিৎ সিং। তিনি দর্শকদের সামনে বাদশাকে স্বাগত জানান। আর তখনই সকলের সামনেই অরিজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় বাদশাকে।
যদিও এই ঘটনায় সেসময় কিছুটা হলেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন অরিজিৎ। তারপর বাদশাকে হাত ধরে তুলে তাকে জড়িয়ে ধরেন গায়ক।
প্রসঙ্গত, অরিজিতের প্রতি বাদশার মুগ্ধতা নতুন কিছু নয়। ২০২৩-এর সেপ্টেম্বরে এ রাজ্যে এসেছিলেন বাদশা। তারপর এক ফাঁকে সোজা পোঁছে গিয়েছিলেন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে।