আইফোন ১৫ : অতিরিক্ত গরম হওয়ার কারণ জানালো অ্যাপল
বাজারে এসেই আলোচনায় আইফোন ১৫। আলোচনা সমালোচনায় মুখর প্রযুক্তি বিশ্ব। ব্যবহারকারীদের অভিযোগ আইফোন ১৫ কিছু সময় সময় ব্যবহার করলেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলোচনা বেড়েছে গত নভেম্বরে। চ্যাটজিপিটির এআই চ্যাটবট রাতারাতি হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। সেই প্রতিযোগিতায় নেমেছে গুগলও। এআইকে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে শুরু করে পরিকল্পনা।
জানা গেছে, শিগগিরই গুগল নিয়ে আসছে নতুন এক ফিচার। যা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের সার্চ করার ক্ষেত্রে সাহায্য করবে।
গত মে মাসে গুগল জানিয়েছিল, শিগগিরই ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসছে। কী ধরনের পরিবর্তন? টেক জায়ান্টের পক্ষ জানানো হয়েছে, ব্যবহারকারীরা সার্চ করে যে আর্টিকেল পড়তে চাইবেন এই নতুন ফিচার তা সংক্ষিপ্ত করে উপস্থাপন করবে। তবে যে আর্টিকেলগুলো বিনামূল্যে পড়া যায় সেগুলোর ক্ষেত্রেই এই সুবিধা মিলবে।
এই নতুন ফিচারটির নাম এসজিই। আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএসের ক্ষেত্রেই এই পরিষেবা মিলবে। ডেস্কটপ, ল্যাপটপের ক্ষেত্রে এখনই পাওয়া যাবে না।
কীভাবে মিলবে এই পরিষেবা? গুগলের পক্ষ জানানো হয়েছে, যারা ইতোমধ্যেই এই পরিষেবার জন্য সাইন ইন করেছেন তারা এই পরিষেবা এখনই পাবেন। অন্যদের ক্ষেত্রে তা নির্বাচন করতে হবে। ডেস্কটপের ক্ষেত্রে ক্রোমের লেটেস্ট সংস্করণ ও ভিজিট ল্যাবের প্রয়োজন হবে।
বাজারে এসেই আলোচনায় আইফোন ১৫। আলোচনা সমালোচনায় মুখর প্রযুক্তি বিশ্ব। ব্যবহারকারীদের অভিযোগ আইফোন ১৫ কিছু সময় সময় ব্যবহার করলেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে।
বিশ্বের জনপ্রিয় চশমা প্রস্ততকারী প্রতিষ্ঠান রেবনের সঙ্গে যৌথভাবে ‘রেবন স্টরিজ’ নামে স্মার্ট চশমা বাজারে এনেছিল সামাজিক মাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এবার নতুন আরেকটি স্মার্ট চশমা এনেছে মার্কিন প্রযুক্তির জায়ান্ট কোম্পানিটি। যার নাম ‘রেবন মেটা স্মার্ট গ্লাস’। নতুন প্রজন্মের এই চশমার আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো—ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং।
মেটা তার মেসেঞ্জার পরিষেবায় ব্যবহার করার জন্য চ্যাটবট নিয়ে আসছে। এই চ্যাটবট হবে ‘ব্যক্তিত্ব সম্পন্ন’। ছুটির দিনে কী করবেন? কী রান্না করবেন? বিশেষজ্ঞ হিসেবে এমন পরামর্শও দেবে এই চ্যাটবট।