প্রথম দিনেই ছবিটির আয় ছিল ৪৪ কোটি ৫০ লাখ। যা সালমানের অতীতের সকল সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে। এবার দ্বিতীয় দিনে সেই আয়ের পরিমাণ আরও ছাড়িয়ে গেল।
শুধু ভারতের বাজারেই সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে আয় করেছে ৫৭ কোটি ৫০ লাখ। ফলে দুইদিনে টাইগার থ্রি’র আয় দাঁড়িয়েছে ১০২ কোটি।
এদিকে সোমবার (১৪ নভেম্বর) যশরাজ ফিল্মস জানিয়েছে, বিশ্বব্যপী প্রথম দিনে ৯৪ কোটির ব্যবসা করেছে টাইগার থ্রি। যা দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর সর্বোচ্চ আয়ের রেকর্ড। এমনকি সালমানের ক্যারিয়ারেও একদিনে এত পরিমাণে আয় করতে পারেনি কোনো ছবি।
টাইগার থ্রি’ সালমানের সবচেয়ে বড় ওপেনার। এর আগে ‘ভারত’ প্রথম দিন আয় করেছিল ৪২.৩০ কোটি। ‘প্রেম রতন ধন পায়ো’র প্রথম দিনের আয় ছিল ৪০.৩৫ কোটি রুপি।
অন্যদিকে গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘জওয়ান’। দ্বিতীয় দিনে দেশটির বক্স অফিসে ৫৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। সালমানের ‘টাইগার থ্রি’ সেই রেকর্ড ভেঙে দিয়েছে। যদিও ‘পাঠান’-এর রেকর্ড ভাঙতে পারেনি। কারণ এখন পর্যন্ত দ্বিতীয় দিনে সর্বোচ্চ বক্স অফিস কালেকশন এই সিনেমারই। শাহরুখের ‘পাঠান’ মুক্তির দ্বিতীয় দিনে আয় করেছিল ৭০ কোটি।
টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। এই সিনেমায় ‘পাঠান’ চরিত্রে দেখা গেছে শাহরুখকে। শুধু তাই নয়, ‘ওয়ার’-এর ‘কবির’ চরিত্রে দেখা মিলেছে হৃতিকেরও।
স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।