• 22 May, 2024

দর্শক খরায় ‘মিশন রানিগঞ্জ’, দ্বিতীয় দিনে আয় কত?

দর্শক খরায় ‘মিশন রানিগঞ্জ’, দ্বিতীয় দিনে আয় কত?

দুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ছবি ‘মিশন রানিগঞ্জ’। তার বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। এই ছবিটি নিয়ে শুরু থেকে বেশ উন্মাদনা ছিল। তবে মুক্তির পর কাঙ্ক্ষিত দর্শক সাড়া পায়নি ‘মিশন রানিগঞ্জ’। বক্স অফিস কালেকশানে দর্শক খরার তথ্য জানানো হয়েছে।

বলিউড সূত্রে জানা গেছে, দুই দিনে ছবিটি ৭ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দিন এই ছবির আয় ছিল ২.৭৫ কোটি। দ্বিতীয় দিনে কিছুটা বেড়েছে। তবে নির্মাতাদের আশা—সামনে আরও ভালো ব্যবসা করবে এই ছবিটি।

এর আগে অক্ষয় কুমারের ছবি ‘ওহ মাই গড ২’ বক্স অফিস হিট করতে পারেনি। যদিও সমালোচক মহলে আলোচনায় ছিল এই ছবিটি।   

এদিকে ‘মিশন রানিগঞ্জ’ সিনেমার ট্রেলার কোনও সিনেমাটিক প্রদর্শনীর চেয়ে একটুও কম ছিল না। আবেগ, নাটকীয়তা, অনুপ্রেরণা, সাহস এবং প্রাণবন্ত আবহ সঙ্গীতের একটি দুর্দান্ত যুগল সুন্দরভাবে বোনা হয়েছে। অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত এই রেস্কিউ থ্রিলার ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, পবন মলহোত্র, রবি কিষাণ, বরুণ বদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, শিশির শর্মা, অনন্ত মহাদেবন, জামিল খান, সুধীর পাণ্ড্য, বচন পাচেরা, মুকেশ ভট্ট, ওঙ্কার দাস মানিকপুরি।