• 12 Sep, 2024

ডিসেম্বরে শুরু হচ্ছে ‘দাদা’র বায়োপিকের শুটিং

ডিসেম্বরে শুরু হচ্ছে ‘দাদা’র বায়োপিকের শুটিং

পর্দায় কে হচ্ছেন ‘দাদা’? সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে কাকে দেখা যাবে—শুরুতে হৃতিক রোশন, রণবীর কাপুরের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত জানা গেছে উত্তর। ‘প্রিন্স অব ক্যালকাটা’ হিসেবে বড়পর্দায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। বলিউডের এই তরুণ অভিনেতাকেই বড়পর্দায় সৌরভ গাঙ্গুলীর চরিত্রে দেখা যাবে। এমন খবর পুরনো হয়ে গেছে।

এবার নতুন তথ্য জানা গেল; ‘দাদা’র বায়োপিকের শুটিং শুরু হচ্ছে কবে?

আনন্দবাজার জানিয়েছে, ইতোমধ্যে শেষ হয়েছে চিত্রনাট্য লেখার কাজ, শুটিং শুরু হবে বছরের শেষে, ডিসেম্বর মাস থেকেই।

রজনীকান্ত কন্যা—ঐশ্বর্যা রজনীকান্ত পরিচালিত এই সিনেমার চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বইও ছুটে গেছেন সৌরভ। শেষ পর্যন্ত আয়ুষ্মানকেই পছন্দ নির্মাতাদের।

ভারতীয় ক্রিকটে দলের সাবেক অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে কঠোর প্রশিক্ষণ। তবে একটি জায়গা আয়ুষ্মানের মিল রয়েছে সৌরভের সঙ্গে। আয়ুষ্মান নাকি সৌরভ মতোই বাঁ-হাতি। তাই তার চরিত্রকে ফুটিয়ে তোলাটা অভিনেতার ক্ষেত্রে সুবিধাই হবে বলে ধরা হচ্ছে।

এদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কদের মধ্যে সৌরভের আগে মহেন্দ্র সিংহ ধোনি ও মহম্মদ আজহারউদ্দিনের জীবনের চিত্রায়ণ হয়েছে বড় পর্দায়। দুটি ছবিই বক্স অফিসে হিট করেছে।