• 03 May, 2024

ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রা‌বির‌তিতে ভুটানের ‘কুইন মাদার’

ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রা‌বির‌তিতে ভুটানের ‘কুইন মাদার’

ভুটানের ‘কুইন মাদার’ দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং তার রাজকীয় প্রতিনিধিদল ঢাকায় যাত্রাবিরতি করেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ট্রানজিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি ক‌রেন ভুটানের রানী

রানী ও তার রাজকীয় পরিবারের প্রতিনিধিদলকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং সংসদ সদস্য নাহিদ এজাহের খান।

রানী ও তার প‌রিবারের ঢাকায় ট্রানজিট করার বিষয়‌টি পররাষ্ট্র মন্ত্রণালয় নি‌শ্চিত করেছে। তবে তাদের গন্তব্যের বিষ‌য়টি নিরাপত্তার স্বার্থে খোলাসা করে‌নি।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যায় ভুটানের ‘কুইন মাদার’ ও রাজকীয় প্রতি‌নি‌ধিদ‌ল ঢাকায় কয়েক ঘণ্টার জন্য যাত্রা‌বির‌তি করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রানী তার রাজপরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

ঢাকায় ট্রানজিটের সব ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ।

এনআই/পিএইচ