• 03 May, 2024

দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার

দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন।

এই দিনটিকে  আমরা কর্মসূচির মাধ্যমে  প্রতিবছর আনন্দের দিন হিসেবে উদযাপন করি। আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম অবলম্বন   বাংলা নববর্ষকে আনন্দের সঙ্গে উদযাপন করা। আমাদের দেশে এবং সব দেশে নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী নববর্ষ উদযাপন করে থাকে। কিন্তু পৃথিবীর সর্বত্রই খ্রিস্টীয় সন  তারিখ অনুযায়ী সব কাজ করে থাকে। আমাদের দেশে গ্রামাঞ্চলে উৎপাদনের জন্য বাংলা সন তারিখ ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশ গণমুক্তি পার্টি যথোচিত গুরুত্বের সঙ্গে বাংলা নববর্ষকে যথাযোগ্য গুরুত্বের সঙ্গে উদযাপন করার জন্য আহ্বান জানাচ্ছি।  খ্রিস্টীয় সন তারিখ অবলম্বন করে না চলি। বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে  আমাদের বাঙালির পরিচয় ও সংস্কৃতিকে  বিকশিত করে তুলি।  বাঙালি ও বাংলার জয় হোক।