• 02 Dec, 2024

দীপিকাকে নকল করে ভিডিও নুসরাতের, কটাক্ষ নেটপাড়ার

দীপিকাকে নকল করে ভিডিও নুসরাতের, কটাক্ষ নেটপাড়ার

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বাস্তব জীবনে স্বামী-স্ত্রী এই জুটি অনুষ্ঠানে তাদের ব্যক্তিজীবনের অনেক বিষয় নিয়েই কথা বলেছেন।

যেখানে দীপিকার একটি মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে এই নায়িকা জানান, রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পরই রণবীর সিং তার জীবনে আসে। কিন্তু ওই সময়ে তিনি সিং ছাড়া আরও কয়েকজনের সঙ্গে ডেট করেছেন। যদিও মনের দিক থেকে রণবীর সিংয়ের সঙ্গে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে মন্তব্য করেন অভিনেত্রী।

এটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, রণবীর সিংকে হাতে রেখে বেটার অপশন খুঁজেছিলেন দীপিকা। যেটা সম্পর্কের প্রতি তার চরম অসততার প্রমাণ দেয়।

এদিকে নেট দুনিয়ায় ট্রল-নিন্দার বন্যা বয়ে গেলেও ফুরফুরে মেজাজে রয়েছেন দীপিকা। সমালোচনা যেন গায়েই মাখছেন না তিনি। রবিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন তিনি। যেখানে সম্প্রতি ভাইরাল হওয়া একটি কথায় ঠোঁট মিলিয়েছেন ‘পিকু’ তারকা। কথাটি এমন, ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।’

দীপিকার এই ভিডিও তৈরির পর তাকে নকল করে একই স্টাইলে ভিডিও বানান টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। যেখানে রীতিমতো দীপিকাকেই অনুসরণ করতে দেখা যায় তাকে। 

 

তবে বাঙালি অভিনেত্রীর এই ভিডিও দেখে নেটিজেনরাও কটাক্ষ করতে ছাড়েননি। নুসরাতের ঠোঁট নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন তারা। 

একজন লিখেছেন, ‘দীপিকাকে নকল করবে এবার সবাই।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকাকে দেখে ক্ষেপেছে। নকল করছে। ঠোঁটে যেন মৌমাছি কামড়েছে।’ কারও মন্তব্য, ‘সার্জারি করে ঠোঁটের সৌন্দর্য নষ্ট করে ফেলেছেন নুসরাত।’

যদিও এসব কোনো মন্তব্যরই জবাব দেননি অভিনেত্রী। বরং ভিডিওটি তৈরি করে যে নিজেও খুব উপভোগ করেছেন সেটাই বোঝা গেছে তার ক্যাপশনে। যেখানে নুসরাত লিখেছেন, ‘এটা তো করে দেখতেই হতো, বেশ মজার ব্যাপার।’