• 05 May, 2024

চট্টগ্রামে বস্তিতে মশারি ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

চট্টগ্রামে বস্তিতে মশারি ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

বছরের শেষ দিনে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি বস্তিতে মশারি ও স্যানিটারি ন্যাপকিন প্যাড বিতরণ করেছে নারীদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন স্বস্তি।

রোববার (৩১ ডিসেম্বর) থানার দেবপাহাড় বস্তিতে ডেঙ্গু প্রতিরোধী ও নারীদের প্রজনন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দীন শিশির, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাংবাদিক সামচ্ছুদ্দিন ইলিয়াস।

কার্যক্রমের শুরুতে তারা ডেঙ্গু সচেতনতা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিকগুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, বছরজুড়ে ডেঙ্গুর প্রকোপে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। হাসপাতালেও জায়গা ছিল না। ডেঙ্গুর থাবা থেকে বাঁচতে মানুষকে সচেতন হতে হবে। মশারি টানাতে হবে। বাড়ি-ঘরে পানি যেন না জমে খেয়াল রাখতে হবে। এখানে বেশিরভাগ মানুষের ডেঙ্গুর চিকিৎসা করার সামর্থ্য নেই। তাই সবসময় সচেতন থাকতে হবে।

এরপর বস্তির ৩০টি পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়। এ ছাড়া, বস্তির প্রায় ৫০ জন নারীকে এক মাসের প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন প্যাড বিতরণ করা হয়।

এমআর/এমজে