২৯ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত হবে
১ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সিদ্ধান্ত হয়
সংসদ নিবার্চনের আগে নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের স্বার্থে দ্রুত চলতি মাসে নতুন দলের নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতির বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় নাগরিক পার্টি দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছিল। সেটি প্রক্রিয়াধীন আছে। আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম যে সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে। তারা আমাদেরকে আপডেট দিয়েছেন যে ফিল্ড পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এই রিপোর্টগুলো কমপ্লাই করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভেতরে সব রাজনৈতিক দলের ব্যাপারে, শুধু এনসিপি না অন্য যে কয়টা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল, তাদের যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে তাদের সবার ব্যাপারে এ মাসের ভেতরেই একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, কমিশন থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে, যারা বিদেশে বসে ভোট দেবেন এবং বাংলাদেশেও যারা নিজ সংসদীয় আসনের বাইরে থাকবেন, যারা পেশাগত বা অন্য কোন কারণে বাইরে থাকবেন, তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সেজন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপস ওপেন করা হবে এবং ওখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। নিবন্ধন সম্পন্ন করলে তাদের আগে থেকেই ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোটিং সম্পন্ন করে আবার পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় আসনে পাঠাবেন এবং এটি মূল ভোটের যে কাউন্ট সেটির সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
১ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সিদ্ধান্ত হয়
নাহিদুর রহমান দুলাল,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলে এক ভিন্ন বার্তা দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি ঘোষণা দেন — “নড়াইল হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন”। এসময় তিনি জোর দিয়ে বলেন, বিএনপির কোনো নেতা বা কর্মী আর কখনো হিন্দু সম্প্রদায়কে ‘সংখ্যালঘু’ হিসেবে সম্বোধন করবেন না।