বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে নতুন দল জনতার দলের আত্মপ্রকাশ ঘটেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ জুলাই বিপ্লবের সময় জাতীয় জীবন ও এর পরবর্তী সময়ে আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং কতিপয় সংস্কার আশু মুক্তি হতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়। একটি স্থায়ী সমাধানের জন্য তো রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন।
তিনি আরও বলেন, আজ আমরা কোনো ইশতিয়ার পাঠ করব না। আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা জাতীয় নিরাপত্তা, নিরঙ্কুশ সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সর্বক্ষেত্রে আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশ। আমাদের পথ চলায় কোনও ঐতিহাসিক মীমাংসিত বিষয়ে অহেতুক বিতর্কে জড়িত হব না। অতীত নিয়ে সমালোচনা করে আমাদের অতি মূল্যবান সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। পরিবারতন্ত্রকে আমরা কবর রচনা করতে চাই।
জনতার দলের চেয়ারম্যান বলেন, সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক নি:স্বার্থবান মানুষকে নিয়ে পথ চলব। এতে ১০ জন মানুষ পাইলেও আমরা তাদেরকে নিয়ে চলব। আমাদের বাছাইকৃত ১০ জন মানুষ যদি সংসদে যায়, তাদেরকে কেউ দেখেনি। এ রকম সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে কোনদিনও দেখেনি, এটা আমি নিশ্চিত করতেছি।
শামীম কামাল বলেন, ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাস একটা দেশের জন্য বড় কিছু নয়। কিন্তু খেয়াল করুন, ১০-১২ বছর পর পর একটা ভয়ানক আন্দোলন, কি ভয়ানক গণঅভ্যুত্থান বিপ্লব হচ্ছে। আমাদের অনেক শীর্ষ নেতা-নেত্রী দেশে থাকতে পারছেন না, দেশ থেকে পালাতে হয়েছে। এভাবে আর কতদিন? আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে আনতেই হবে। এর কোনো বিকল্প নেই।