পোলিশ জনগণকে অপমান না করতে জেলেনস্কিকে হুঁশিয়ারি পোল্যান্ডের
পোলিশ জনগণকে আর কখনও ‘অপমান’ না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পোলদের আর কখনও ‘অপমান’ করবেন না।
ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে ১৫০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত শহর চেরনিহিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। এতে অন্তত ৫ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবারের (১৯ আগস্ট) এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, রুশ সেনারা যেখানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেখানে একটি বিশ্ববিদ্যালয় ও থিয়েটার ছিল।
ম্যাজেসিং অ্যাপ টেলিগ্রামে হামলার বিষয়টি অবহিত করে জেলেনস্কি জানান, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র আমাদের চেরনিহিভ শহরের ঠিক ভেতরে আঘাত হেনেছে।’
তিনি আরও লিখেছেন, ‘একটি চত্বর, একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় এবং একটি থিয়েটার… একটি সাধারণ শনিবার যেটিকে রাশিয়া একটি বেদনা ও দুঃখের দিনে পরিণত করেছে।’
চেরনিহিভ শহরটি বেলারুশ থেকেও খুব কাছে অবস্থিত। সেখানে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে সোভিয়েত আমলের একটি ভবনের পাশে ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া সেখানে পার্ক করে রাখা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবনের ছাদ ধসে পড়েছে এবং অন্যান্য ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার চেরনিহিভে একটি ড্রোন প্রদর্শনী সমাবেশের ঘোষণা দিয়েছিল ইউক্রেন। ওই সমাবেশে ইউক্রেনীয় ড্রোন উৎপাদনকারী, বিমান চালনা প্রশিক্ষণ স্কুল এবং যুদ্ধের সম্মুখভাগে ড্রোন পরিচালনাকারী সেনাদের বৈঠক হওয়ার কথা ছিল।
সূত্র: আল জাজিরা, সিএনএন
পোলিশ জনগণকে আর কখনও ‘অপমান’ না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পোলদের আর কখনও ‘অপমান’ করবেন না।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশী টাকায় ১১০১ টাকা দরে ভারতে গেলো ৭১.১ মেট্রিক টন ইলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সরকারের অনুমোদন দেয়া ৩৯৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে ৭১.১ মেট্রিক টনের চালান ভারতে যায়। আগামী ২০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশের চালান পর্যায়ক্রমে ভারতে পৌঁছাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ফিসারীজ কোয়ারেন্টাইন স্টেশন কর্মকর্তা মাহবুবুর রহমান।
ইরানে কঠোর হচ্ছে হিজাব আইন। এ পদক্ষেপ আরও এক ধাপ এগিয়ে গেল। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। হিজাব না পরলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও তিন বছরের শুনানির ব্যবস্থা রয়েছে এ বিলে। তবে বিলটি এখনও আইন হয়নি। এ জন্য ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর অনুমোদন প্রয়োজন। সংবিধান ও শারিয়ার সঙ্গে বিলের সংযুক্তি না থাকলে গার্ডিয়ান কাউন্সিল এতে ভেটোও দিতে পারেন।