চিত্রানদী: নড়াইল শহরের প্রাণ ও প্রান্তরের সাক্ষ্য
নড়াইল শহরের গা ঘেঁষে বয়ে চলা চিত্রানদী শুধু একটি জলপ্রবাহ নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। একদিকে যেমন এটি ভূগোলের ভাষায় নদী, অন্যদিকে মানবিক দৃষ্টিকোণ থেকে এটি ভালোবাসা, শৈশব, স্মৃতি ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি।