• 15 Jun, 2024

বশেমুরবিপ্রবির দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু!

বশেমুরবিপ্রবির দুই শিক্ষার্থী  পানিতে ডুবে মৃত্যু!

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী লেকের পানিতে ডুবে মারা গেছেন।

মঙ্গলবার -১ আগস্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডা. কাজী ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই শিক্ষার্থীর নাম রিতু ও হিয়া। তারা পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।সাধারণ শিক্ষার্থীরা জানান, দুপুরে বৃষ্টিতে লেকপাড়ে ভিজতে বের হয় ওই দুই শিক্ষার্থী। এ সময় লেকের পানিতে ডুবে যাওয়ার ১০ মিনিট পর তাদের খুঁজে পাওয়া যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।