• 20 May, 2024

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল চীনের বিওয়াইডি

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল চীনের বিওয়াইডি

চীনা কোম্পানি বিওয়াইডি ২০২৩ সালের শেষ তিন মাসে ইলন মাস্কের টেসলার চেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে।

বিওয়াইডি জানিয়েছে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে তারা ৫ লাখ ২৬ হাজার ব্যাটারিচালিত গাড়ি বিক্রি করেছে।

তবে গোটা ২০২৩ সালের হিসাবে মাস্কের টেসলার বিক্রি বেশি।  

মঙ্গলবার টেসলা জানিয়েছে, ২০২৩ সালের শেষ তিন মাসে তারা রেকর্ড ৪ লাখ ৮৪ হাজার ৫০০ বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করেছে এবং পুরো বছরে ১০ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করেছে।  

বছরের শেষের টেসলার ব্যবসা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। বছরের শেষে ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের শুরুর তুলনায় গতিও বেড়েছে।

তবে জানুয়ারিতে ইলন মাস্ক বলেছিলেন যে ২০২৩ সালে টেসলা ২০ লাখ গাড়ি সরবরাহ করবে।  

ক্রেতা টানতে এরইমধ্যে বেশ কয়েকবার গাড়ির দাম কমিয়েছে টেসলা।  

বৈদ্যুতিক যানবাহন শিল্পের অগ্রদূত টেসলা এখন যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে বিওয়াডির মাইলফলক অর্জন।  

বৈদ্যুতিক গাড়ির বাজার যে কতটা প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে বিওয়াইডির এই উত্থানে তার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে।

গোটা বছরে শেনজেন-ভিত্তিক বিওয়াইডি ৩০ লাখের বেশি নিউ অ্যানাজি ভেহিকেলস (এনইভি) বিক্রি করেছে, যার মধ্যে শুধু ব্যাটারিচালিত এবং হাইব্রিড গাড়ি রয়েছে।

এ বছরে তারা মোট যে গাড়ি বিক্রি করেছে তার ১৬ লাখই শুধু ব্যাটারিচালিত।

সূত্র : বিবিসি।

এনএফ