• 13 Sep, 2024

বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্বোধন

বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্বোধন

বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্বোধনের পর শ্রদ্ধা নিবেদন।

প্রজন্মের কাছে বাংলাদেশ অভ্যুদয়ের দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বালিয়াডাঙ্গীতে একই বেদিতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।   

সংসদ সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে নবনির্মিত এই ম্যুরালের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি জুলফিকার আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।