‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্বোধনের পর শ্রদ্ধা নিবেদন।
প্রজন্মের কাছে বাংলাদেশ অভ্যুদয়ের দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বালিয়াডাঙ্গীতে একই বেদিতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
সংসদ সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে নবনির্মিত এই ম্যুরালের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি জুলফিকার আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা।
১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমান বাহিনীর সদস্য যারা ‘জিয়াউর রহমানের সামরিক ষড়যন্ত্রের শিকার’ হয়ে অন্যায়ভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত হয়েছেন তাদের নির্দোষ ঘোষণার দাবি জানিয়েছে ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন। একইসঙ্গে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারও দাবি করেছে তারা।