অনেকেই হয়ত তার নাম পর্যন্ত শোনেননি। কেননা অভিনেতাদের মধ্যে শীর্ষে থাকলেও একটি ছবিও হিট করেনি তার। না চেনা খুবই স্বাভাবিক। তবে যদি মুভি বোদ্ধা হয়ে থাকেন ছবি দেখে ইতিমধ্যেই আঁচ করে ফেলেছেন তিনি কে। বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার নাম সর্বানন্দ অরুল। লিজেন্ড সর্বানন নামেই সবাই চেনেন তাকে।
এখন পর্যন্ত একটি ছবিই করেছেন তিনি। ছবিটির নাম দ্য লিজেন্ড। যা পরিচালনা করেছেন জেডি জেরি। তাতে আলো ছড়াতে দেখা গেছে সানাম রে খ্যাত উর্বশী রাউতেলাকে। পার্শ্ব অভিনেতা হিসেবে ছিলেন যোগী বাবু, বিবেক, সুমন, নাসের, বিজয়কুমার। লিজেন্ড সর্বানন তার প্রথম ছবির প্রচারে কোটি কোটি টাকা খরচ করলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
ছবিটি ভারতের বড় বড় হলে মুক্তির পর মোটা অঙ্কের লসের মুখে পড়লেও এতে চিন্তিত নন লিজেন্ড। কেননা অর্থ উপার্জনের জন্য তিনি ছবি করেন নি। কারণ তার আয়ের উৎস সিনেমা নয়। অভিনয়টা তার সখ। আয়ের জন্য আছে অন্য পেশা। তাহলে প্রশ্ন আসতেই পারে সর্বানন আসলে কে। জেনে নেওয়া যাক তার সম্পর্কে...
ভারতের জনপ্রিয় লিজেন্ড সর্বানন স্টোরের মালিক এ ব্যক্তির ২৫০০ কোটির ব্যবসা রয়েছে। তার গাড়ির কালেকশনও রীতিমতো চমকে দেওয়ার মতো। ফেরারি, মার্সিডিজ, রোলস রয়েল, বিএমডাব্লিউ থেকে শুরু করে কয়েকশো কোটি টাকার বিলাসবহুল গাড়ি রয়েছে তার গ্যারেজে। স্বভাবতই অনুমান করতেই পারছেন ভারতের কোনো অভিনেতাই তার ধারে কাছেও নেই। হোক তা বলিউড, তামিল কিংবা তেলেগু, কান্নাড় বা মালায়ালামের যেকোনো লিজেন্ড।