• 17 Jun, 2024

বিয়ের পিঁড়িতে বসছেন গুলশান কুমারের মেয়ে

বিয়ের পিঁড়িতে বসছেন গুলশান কুমারের মেয়ে

চলতি বছর বলিউডে বিয়ের পিঁড়িতে বসেছে বহু তারকা। তাদের মধ্যে রয়েছেন— স্বরা ভাস্কর, কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়া। নিজেদের মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের নায়িকারা।

বছরের শেষেও বাজছে সানাই। তবে এ বার আর বলিউড নয়, গাঁটছড়া বাঁধতে চলেছেন ছোট পর্দার এক জনপ্রিয় মুখ। বিয়ে করছেন অভিনেতা পার্থ সমথান। পাত্রী গুলশান কুমারের মেয়ে ও টি-সিরিজ কর্তা ভূষণ কুমারের বোন খুশালী কুমার। খুশালী নিজেও পেশায় অভিনেত্রী। খবর, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই নাকি পার্থের সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন খুশালী।

‘প্যাহলে পিয়ার কা প্যাহলা গম’ নামে একটি গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন পার্থ ও খুশালী। ২০২১ সালে মুক্তি পেয়েছিল সেই গান। তারপর থেকেই নাকি একে অপরকে ডেট করছেন তারা। বছর দুয়েক প্রেমের পরে এ বার নিজেদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে প্রস্তুত যুগল। 

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসেই চার হাত এক হতে চলেছে যুগলের। যদিও এখনও নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি পার্থ বা খুশালী কেউই।