• 02 Dec, 2024

বিশ্বকাপ বাছাই নিয়ে সতর্ক বাংলাদেশি কোচ

বিশ্বকাপ বাছাই নিয়ে সতর্ক বাংলাদেশি কোচ

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাই শুরু হচ্ছে কাল থেকে। আগামীকালের লড়াইটি অবশ্য বাছাই পর্বের প্লে অফ। বিশ্বকাপ বাছাই খেলার জন্য বাংলাদেশকে মালদ্বীপের বিপক্ষে দুই লেগের ম্যাচে জয়ী হতে হবে।

ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় মালদ্বীপ হোম ম্যাচ আগে খেলার সুবিধা পাচ্ছে। দুই লেগের ম্যাচে প্রথম ম্যাচে জয় পাওয়া দল এগিয়ে থাকবে বিশ্বকাপ বাছাই খেলার দৌড়ে। তাই কালকের ম্যাচের গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ মালেতে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই ম্যাচটিকে সর্বোচ্চ গুরুত্ব এবং মনোযোগ দিয়ে দেখছি।’

হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলছে। বিশেষ করে সাফে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ সেমি মূলত নিশ্চিত করে। সেটা নিয়ে আত্মতৃপ্তিতে ভুগতে চান না বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ‘প্রতিপক্ষকে ভালোভাবেই চিনি। মালদ্বীপের সঙ্গে অতি-আত্মবিশ্বাসী হলে ঝামেলা হতে পারে। আমরা সচেতন আছি। তারা কতটা সামর্থ্য রাখে ভালো করেই জানি। কালকের ম্যাচ নিয়ে নিজেদের ওপর আস্থা থাকলেও সতর্ক থাকছি। মালদ্বীপ দলের প্রতি যথেষ্ট সম্মান আছে। আমরা কাল এগিয়ে যেতে চাই।’