বিবাহবিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রেখেছেন হৃতিক-সুজান। প্রাক্তন স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন তিনি। সম্প্রতি প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন হৃতিক।
কখনও তারা ঘুরছেন, কখনও খাচ্ছেন, আবার কখনও একসঙ্গে সাইকেল চালাচ্ছেন বলতে গেলে একে অপরের সঙ্গ উপভোগ করছেন। প্রেমিকার জন্মদিনে হৃতিক লেখেন, ‘শুভ জন্মদিন সা, ‘বা’ উহ্য রেখে সেই জায়গায় বসিয়েছেন লাভ ইমোজি।’
আর সেই ছবির কমেন্ট বক্সে সাবাকে শুভেচ্ছা জানিয়েছেন সুজান। লিখেছেন, ‘শুভ জন্মদিন ডার্লিং সাবু।’ শুধু সুজান নয়, প্রেমিকের প্রাক্তন স্ত্রীর প্রতি প্রকাশ্যে অনুরাগ প্রকাশ করতে দেখা গেছে সাবাকেও। দিন কয়েক আগে সুজানের জন্মদিনে তাকে ‘সুজলু’ বলে সম্বোধন করেন সাবা।
যে পুরুষকে এক সময় সুজান ভালোবেসেছিলেন, সেই এখন সাবার একান্ত আপন। কিন্তু তা বলে দুই নারীর হাতে নেই তরবারি, নেই দ্বৈরথ। একে অপরের চোখের বালি নন তারা। বরং অনেক বেশি বন্ধু। প্রাক্তন দম্পতির এমন সমীকরণে হতভম্ব হয়েছেন অনেকেই।