বাংলাদেশসহ ৩১ দেশকে রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি
বাংলাদেশসহ ৩১টি ‘বন্ধুসুলভ ও নিরপেক্ষ’ দেশকে রুশ মুদ্রা রুবলে লেনদেনের অনুমতি দিয়েছে রাশিয়ার সরকার। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রুশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে রেডব্রিজ কাউন্সিলের বৈঠক আপাত স্থগিত করে আগামী বৃহস্পতিবার আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখযোগ্য যে, রেডব্রিজ কাউন্সিল এই যুবকেন্দ্রটি বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর রাতে ইলফোর্ড টাউন হলে বৈঠকে বসেছিল। কিন্ত স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে রেডব্রিজ কাউন্সিল ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বিরত থাকে এবং বৈঠক মুলতবী করে। প্রতিবাদ সমাবেশে রেডব্রিজের স্থানীয় বাসিন্দা রেডব্রিজ কমিনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনসহ বক্তারা বলেন, আমরা কেন্দ্রটি রক্ষার জন্য লড়াই করব। মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, তিনি যে কোনও মূল্যে বাসিন্দাদের সাথে থাকবেন, তিনি ভবিষ্যত প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য লড়াই করবেন। তিনি বলেন, এই যুব কেন্দ্রাট থাকলে আমাদের শিশুদের সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে। লন্ডনের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল বলেন কেন্দ্রটি রক্ষার জন্য আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। এদিকে রেডব্রিজ কাউন্সিল তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭.টা১৫ মিনিটে ইলফোর্ড টাউন হলে অধিবেশনে বসবে বলে জানা গেছে।
বাংলাদেশসহ ৩১টি ‘বন্ধুসুলভ ও নিরপেক্ষ’ দেশকে রুশ মুদ্রা রুবলে লেনদেনের অনুমতি দিয়েছে রাশিয়ার সরকার। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রুশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
অধিকৃত পশ্চিম তীরের এক শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ইসলামপন্থী গোষ্ঠী হামাসের এক যোদ্ধাসহ দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। রোববার পশ্চিম তীরের জরুরি সেবাবিষয়ক কর্মী ও হামাসের সদস্যরা ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।
লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী।