বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিকাশ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এর হাতে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
বিডা জানায়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিকাশের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।
বিকাশ ২০১১ সাল থেকে ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রের মানি ইন মোশন এলএলসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (বিশ্ব ব্যাংক গ্রুপ), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, চায়নার অ্যান্ট ইন্টারন্যাশনাল (আলীবাবা গ্রুপ), এবং জাপানের সফটব্যাংক ভিশন ফান্ডের যৌথ মালিকানায় পরিচালিত হয়ে আসছে।
এ বছর সম্মাননা পাওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস (ইএসজি ক্যাটাগরি), বিশেষ সম্মাননায়—কিহাক সাং, চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা ও ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান, যিনি এককভাবে বাংলাদেশের সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী হিসেবেও পরিচিত।