রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত রোববারের ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।
সদ্য আত্মপ্রকাশিত জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেছেন, পৃথিবীতে কয়েক লক্ষ বিপ্লব হয়েছে সফল হয়েছে চার থেকে পাঁচটি। জুলাইয়ের বিপ্লব সফল হওয়ার মতো কোনো উপাদান দেখতে পাচ্ছি না। জাতির এই অস্থির সময়ে, বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীরা লেখাপড়া ছেড়ে রাজনৈতিক মাঠে আসাকে দায়িত্ববান অভিভাবক হিসেবে আমরা স্বস্তি পাচ্ছি না।
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ বিপুল অর্থের বিনিময়ে দেশকে পরিকল্পিত ভাবে অশান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে।