• 15 Jan, 2026

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশনের অভিনন্দন

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশনের অভিনন্দন

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে জনাব তারেক রহমান বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশন।

শনিবার (১০ জানুয়ারি) অভিনন্দন বার্তায় বলা হয়েছে-তার নেতৃত্বে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আরও বেগবান হবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে। দেশপ্রেমিক ছাত্রসমাজ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে তার আপসহীন সংগ্রাম সফল হবে।দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবেন—এমনটাই দেশবাসীর প্রত্যাশা।নতুন দায়িত্বে তাঁর নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও দৃঢ় ভূমিকা রাখবে।

এই দায়িত্ব প্রাপ্তি শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিন ধরে তিনি দলের দুঃসময়ে ধৈর্য, সাহস ও কৌশলগত নেতৃত্ব দিয়ে বিএনপিকে সংগঠিত রেখেছেন এবং আন্দোলন-সংগ্রামে দলকে দিকনির্দেশনা প্রদান করে আসছেন।

তারেক রহমানের রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমে পরিপূর্ণ। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও তিনি দলের আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী চেতনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক রাজনীতির উত্তরাধিকারকে সামনে রেখে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও জনমুখী রাজনৈতিক শক্তিতে পরিণত হবে—এমন প্রত্যাশা দেশবাসীর।

নতুন দায়িত্বে তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের মাধ্যমে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখবে—এই বিশ্বাস দৃঢ়ভাবে পোষণ করি।

তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের অব্যাহত সফলতা কামনা করি। বিএনপির সভাপতি হিসেবে তাঁর নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে—এই প্রত্যাশায় আবারও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।