ছুটির দিনে কী করবেন? জানাবে মেটা এআই
মেটা তার মেসেঞ্জার পরিষেবায় ব্যবহার করার জন্য চ্যাটবট নিয়ে আসছে। এই চ্যাটবট হবে ‘ব্যক্তিত্ব সম্পন্ন’। ছুটির দিনে কী করবেন? কী রান্না করবেন? বিশেষজ্ঞ হিসেবে এমন পরামর্শও দেবে এই চ্যাটবট।
অ্যাপলের নতুন আইফোন লাইনআপ আসছে আগামী ১২ সেপ্টেম্বর। ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে অ্যাপলের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফো
জানা গেছে, মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি আইফোন ১৫ প্রো মডেলের দাম ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়াতে পারে। মূলত টাইটানিয়াম চেসিস ও উন্নত ক্যামেরার কারণে এ দাম বৃদ্ধি হচ্ছে। গ্যাজেট ৩৬০।
বিশ্লেষক লুক ইন জানিয়েছেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চেসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহার করার কারণে আইফোন ১৫ প্রোর দাম বৃদ্ধি পাবে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫-৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।
মেটা তার মেসেঞ্জার পরিষেবায় ব্যবহার করার জন্য চ্যাটবট নিয়ে আসছে। এই চ্যাটবট হবে ‘ব্যক্তিত্ব সম্পন্ন’। ছুটির দিনে কী করবেন? কী রান্না করবেন? বিশেষজ্ঞ হিসেবে এমন পরামর্শও দেবে এই চ্যাটবট।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলের জন্মদিন আজ। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর বড় আকারের সার্চ ইঞ্জিন তৈরির ধারণা নিয়ে কাজ শুরু করেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। সে হিসেবে গুগলের ২৫তম জন্মদিন আজ। অর্থাৎ ২৫ বছর ধরে মানুষের কৌতুহল মেটাচ্ছে গুগল।
ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিকসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয় বাড়াতে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এবার কেনাকাটার জন্য মেটা ভেরিফায়েড ব্যবস্থা চালু করা হয়েছে।