• 13 Sep, 2024

বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা -আব্দুর রউফ মান্নান

বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা -আব্দুর রউফ মান্নান

শহীদদের প্রতি বিনমব্র শ্রদ্ধা রেখে আজ তোমরা দ্বিতীয় স্বাধীনতা স্মরণ করছো। হয়তো আজ নতুন কোনো ঘোষণা আসবে। আমরা সারা দেশবাসী সেই অপেক্ষায় আছি। মাত্র ১ মাস হলো তোমরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছ।

হাজারো শহীদের বিনিময়ে তোমরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছো।মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে থেকে রাষ্ট্রের সংস্কার কাজগুলো করো। এখানে কোনো সময়,দিন,বছর গুনার প্রয়োজন নাই । যতদিন প্রয়োজন ততোদিনই তোমরা দায়িত্বে থেকে সংস্কার কাজগুলো করো।ঘুষ,দুর্নীতি, খুন, গুম, হত্যার অভিযোগে যারা অভিযুক্ত তাদের বিচার
নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমরা আমাদের ছেড়ে যেও না।
 
"গরম তাওয়ার মধ্যে অনেক নেতারা ডিম ওমলেট করার জন্য প্রস্তুত হচ্ছে ওই দিকে বিশেষ খেয়াল দিতে হবে"। উপদেষ্টা মহাদয় ডক্টর আসিফ নজরুলের পরামর্শ নিলে কোনোদিন ঠকবে না । আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এ M.A পাস করেছি।আমার লেখা ৩০০ পৃষ্ঠার একমাত্র গ্রন্থ *ছেঁড়াস্মৃতি* বইটি তোমাদের উপহার করার ইচ্ছা, এতে বাংলাদেশের জন্ম এবং আমার জীবন সম্পর্কে লেখা হয়েছে।কোনো প্রকার মূল্য লাগবে না(কুরিয়ার সার্ভিসসহ)শুধুমাত্র কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী ও প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের জন্য। ত্রুটিমার্জনীয়। 
 
লেখক:- রাজনীতিবিদ,চিন্তাবিদ, বহুমাত্রিক লেখক এবং কলামিস্ট-আব্দুর রউফ মান্নান