ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ গোলূশন্য শেষ হয়েছে। বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে। প্রথম ম্যাচে ৫ মিনিটে গোল পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। প্রথম ম্যাচে বাংলাদেশের গোলের পেছনে ফরোয়ার্ডদের সাফল্যের চেয়ে ভুটানের গোলরক্ষকের ব্যর্থতাই বেশি ছিল। আজ অবশ্য ভুটানের রক্ষণ ও গোলরক্ষক তেমন ভুল করেনি।
স্বাগতিক ভুটান আজ প্রথমার্ধে খানিকটা গোছালো ফুটবল খেলার চেষ্টা করেছে। একটি সংঘবদ্ধ আক্রমণ ছাড়া বাংলাদেশের রক্ষণে তেমন ভীতিকর কিছু করতে পারেনি।ম্যাচের দ্বিতীয়ার্ধও সমতা থাকলে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতবে। প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল সফরকারীরা। ভুটানের বিপক্ষে বাংলাদেশের হার মাত্র একটিই। ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে।