• 17 Feb, 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে গণ-জমায়েত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে গণ-জমায়েত

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন নেতৃবৃন্দ।  

এরপর নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু’র সঞ্চলণায় ও সংগঠনের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির রাখেন, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

এ সময় যুব দল, ছাত্র দল সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি, সেক্রেটারীসহ নেতৃস্থানীয়রা সহ জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সমূহের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা গণ-জমায়েত এ উপস্থিত ছিলেন।