ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট তার বাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। সেই কারণে মার্শ শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলতে পারবেন না তিনি। ব্যানক্রফটের না খেলা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। তার কারণেই টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠতে পেরেছে দলটি।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হওয়ার পর ২০১৯ সাল পর্যন্ত দেশের হয়ে ১০ টি টেস্ট খেলেছেন ব্যানক্রফট। এরপর বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়েন এই ওপেনার। ৩১ বছর বয়সী এই ওপেনারের সাম্প্রতিক পারফরম্যান্স আবারও তাকে জাতীয় দলের খেলার স্বপ্নও দেখাচ্ছিল। তবে আচমকা এক দুর্ঘটনায় এখন সেটিও শঙ্কার মুখে চলে গেল।