ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ
অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।
‘আবহমান বাংলা সংস্কৃতির ঐতিহ্য নৌকা বাইচ রক্ষা করো, জমাবিহীন পেনশন ও পূর্ণরেশনিং ব্যবস্থার দাবী কর” এই শ্লোগানে বাংলাদেশ বাইচ নৌকা সংরক্ষণ সংগ্রাম কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সম্মেলন নড়াইলে অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার ॥ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল টাউন ক্লাবে বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে অ্যাডভোকেট নজরুল ইসলামকে সভাপতি ও অপূর্ব রায়কে সাধারণ সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট ‘বাইচ নৌকা সংরক্ষণ সংগ্রাম কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
সম্মেলনে স্বাগতিক নড়াইল জেলাসহ গোপালগঞ্জ, মাগুরা, মাদারীপুর, ফরিদপুর, ঝিনেদাহ’র বাইচ নৌকার প্রায় পঞ্চাশাধিক বাইচ নৌকা মালিকগণ উপস্থিত ছিলেন। এ সময় আয়োজকরা জানান, বাইচ নৌকা সংরক্ষণ নিয়ে বাংলাদেশে এটাই প্রথম সম্মেলন নড়াইলে অনুষ্ঠিত হলো।
সম্মেলনে থেকে আরও জানাযায়, এ মাসের মধ্যে দেশের প্রতিটি জেলায় জেলায় বাইচ নৌকা সংরক্ষণ সংগ্রাম কমিটি গঠন করা হবে এবং অক্টোবর মাসের ২ তারিখ বেলা ১২টার সময় সারাদেশে এক যোগে স্ব স্ব জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বাইচ নৌকা সংরক্ষণের জন্য ৩ দফার দাবীতে স্মারকলিপি প্রেরণ করা হবে।
এসব দাবীর মধ্যে থাকছে, বাইচের নৌকা মেরামত ও পরিচালনার জন্য প্রতিবছর পঞ্চাশ হাজার টাকা নৌকা রং করা বাবদ মালিককে অনুদান দিতে হবে, ষাট ঊর্ধ্ব মাঝিমাল্লা ও গতরঘাটা কৃষক, খেতমজুর ও শ্রমজীবীদের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ও মাসিক ৫০০০ টাকা পেনশন প্রদান করতে হবে; ২৫ হাজার টাকা নিচে মাসিক আয়ের কৃষক, খেতমজুর ও শ্রমজীবী জনগণের জন্য সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনজুমান আরা, নবগঠিত বাইচ নৌকা সংরক্ষণ সংগ্রাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, নবগঠিত বাইচ নৌকা সংরক্ষণ সংগ্রাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঝিনাইদহের জামাত আলী, নবগঠিত বাইচ নৌকা সংরক্ষণ সংগ্রাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টুঙ্গিপাড়ার অপূর্ব রায়, টুঙ্গিপাড়ার বাইচ নৌকার মালিক আসাদুর রহমান, মাগুরার মোহাম্মদপুরের নৌকা মালিক আতিক হাসান, টুঙ্গিপাড়ার নৌকা মালিক রমিন মন্ডল, মাগুরার নৌকা মালিক আকরাম, জেলা ক্ষেতমজুর ইউনিয়নের নেতা মোঃ শাহজাহান মৃধা, সাবেক নড়াইল সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান স্বপ্না সেন প্রমূখ।
সভাপতির বক্তব্যে অ্যাডোভেকেট নজরুল ইসলাম বলেন, আবহমান বাংলার ও বাঙালির সাংস্কৃতির ঐতিহ্যের নৌকা বাইচ এর নৌকা গুলিকে সংরক্ষণ এবং মাঝিমাল্লা, নি¤œবিত্ত কৃষক, খেতমজুর গতরখাটা শ্রমজীজীবীসহ নি¤œ ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য সচেষ্ট থাকবে,তাদের অধিকার আদায়ের লড়াই সরকারের কাছে অব্যাহত দাবী রাখতে হবে।
অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।
সততা, ত্যাগ ও অসীম দেশপ্রেম নিয়ে দেশের ক্রান্তিলগ্নে এগিয়ে আসায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ’র আয়োজনে ‘খুলনা নগর উন্নয়নে নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।