• 25 Apr, 2024

বাগেরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়

বাগেরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়

রাজনৈতিক দলের সকল কমিটিতে ও আসন্ন সংসদ নির্বাচনে দলের পক্ষে ৩৩% নারীকে নমিনেশন দেবার দাবি

রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভায় রাজনৈতিক দলের কমিটিগুলিতে ২০২৫ সালের মধ্যে ৩৩% নারী অর্ন্তভূক্ত করা এবং রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি/সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যেকোন গুরুত্বপূর্ণ পদে নারী অন্তর্ভূক্তিকরণের দাবি জানানো হয়।

আজ (29.04.2023) সকালে বাগেরহাট প্রেসক্লাব মুজিববর্ষ হলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন। সভায় রাজনৈতিক দলের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ বাগেরহাট জেলা সহ-সভাপতি আলহাজ¦ এ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা কমিটির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা কমিটির সদস্য সৈয়দ নাছির আহমেদ মালেক, জাতীয় পার্টির বাগেরহাট জেলা সহ-সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পদক ফখরুল হাসান জুয়েল, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সভাপতি এ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম, জাতীয়তাবাদী মহিলা দল বাগেরহাট জেলার সভাপতি শাহিদা আকতার, জাতীয়তাবাদী মহিলা দল বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক নার্গিস আক্তার (ইভা), অধ্যাপিকা আফরোজা আখতার লিনা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সভাপতি, বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সভাপতি এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগ বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক তানিয়া খাতুন, বাংলাদেশ আওয়ামীলীগ বাগেরহাট সদর উপজেলা সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (বুলু)।

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন অর্পা মল্লিক সাধারণ সম্পাদক মোংলা উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অপরাজিতা প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। উপস্থাপনা করেন রহিমা খাতুন সভাপতি বাগেরহাট সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক। আলোচনা সভায় অংশগ্রহণ করেন মিসেস হোসনেয়ারা মিলি মহিলা ভাইস চেয়ারম্যান রামপাল উপজেলা, নিহার রঞ্জন সাহা সভাপতি বাগেরহাট প্রেসক্লাব, আহাদ উদ্দিন হায়দার সাধারণ সম্পাদক বাগেরহাট ফাউন্ডেশন, বাবুল সরদার সভাপতি ক্যাব ও ডিপিএফ, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানাার্জী সভাপতি সম্প্রীতি বাংলাদেশ, ঝিমি মন্ডল অধ্যক্ষ যদুনাথ স্কুল এন্ড কলেজ, জোৎ¯œা দেবনাথ লিগ্যাল এইড কমিটির সম্পাদক বাগেরহাট জেলা মহিলা পরিষদ, অপরাজিতা রহিমা খাতুন, সোনিয়া, অর্পা মল্লিক, জোসনা খাতুন, গায়ত্রী বিশ^াস, তাসলিমা আক্তার বৃষ্টি, কাজল মন্ডল, জেসমিন আক্তার পপি, তানজিলা বেগম, শিপ্রা হালদার, লাকীয়া খানম, বনলতা সেন, নাছিমা খাতুন। সভায় ইউনিয়ন পর্যায়ের অপরাজিতা, নারীনেত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন নারী উন্নয়ন নীতিমালা, আরপিও এবং দলের সংবিধানে নারী অন্তর্ভূক্তি বিষয়টি থাকলেও বাস্তবে সেটা পালন করা হচ্ছে না। সকলে আশা প্রকাশ করেন যে রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩% নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। আসন্ন দলের সকল পর্যায়ের কমিটি গঠনের সময়ে নারীদের সম্পৃক্ত করণের অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অপরাজিতা নেটওয়ার্ক সদস্যরা বলেন, বর্তমান আইন ও নীতিমালা অনুযায়ী নারীদের সামনে এগিয়ে নেওয়ার সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন হচ্ছে না। দলে সম্পৃক্ত না হওয়ার পেছনে কারণ হিসেবে নেতারা নারীদের যোগ্যতা, নারী না পাওয়া, শিক্ষা, সময় না দেওয়া ইত্যাদি কথা বলা হয়ে থাকে। কিন্তু বাস্তবতা হলো নারীরা যারা রাজনীতির সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এগুলো একেবারেই সঠিক নয়। নারীরা এখন রাজনীতিতে বেশি সময় দিচ্ছেন, আন্দোলনে সামনের সারিতে থাকছেন। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩% নারীকে দলীয় নমিনেশন দেওয়ার দাবি জানানো হয়।

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দলের কমিটিতে নারীদের সম্পৃক্ত করার অঙ্গিকার করে বলেন নারীদের আরো বেশী বেশী রাজনীতিক কর্মকা-ে অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য হতে হবে। সময় এসছে কমিটিতে ৫০% নারী সম্পৃক্ত করার। 

উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সুইজারল্যান্ডের (এসডিসি) সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপরারেশনের সার্বিক ব্যবস্থাপনায় 'অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন' প্রকল্পটি রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।