• 24 May, 2024

আনু মুহাম্মদের দ্রুত সুস্থতা কামনা মির্জা ফখরুলের

আনু মুহাম্মদের দ্রুত সুস্থতা কামনা মির্জা ফখরুলের

ট্রেন দুর্ঘটনা আহত তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্রেন দুর্ঘটনা আহত তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২১ এপ্রিল ) বিকেলে এক বিবৃতিতে তিনি দুর্ঘটনায় আহত আনু মোহাম্মদের সুস্থতা কামনা করেন।

মির্জা ফখরুল বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদের দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি।

উল্লেখ্য, রোববার সকালে রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পা পিছলে গিয়ে বাম পায়ের আঙুল কাটা পড়ে আনু মোহাম্মদের। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।