রোববার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং নেপালের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়ে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত নেপাল ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে বর্ধিত অর্থনৈতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
উভয়পক্ষ ব্যবসা-বাণিজ্য, জলবিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিশেষ করে-শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে, কেননা উভয় দেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় পাওয়ার পথে রয়েছে।