• 03 May, 2024

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ সাজ্জাদ হোসেন অনিক নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্থানীয় কাদরা এলাকায় রাতে এ দুর্ঘটনা ঘটে।

তার বয়স হয়েছিল ২৩ বছর। সাজ্জাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহতের মামা প্রবাসী বিল্লাল হোসেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া শান্তির বাগ এলাকার মুহাম্মদ ইকবাল হোসেনের ছেলে সাজ্জাদ।


আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি গাড়িচালক
দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত পাসপোর্ট দিতে নতুন উদ্যোগ
বিল্লাল জানান, সাজ্জাদ রাস আল খাইমার কাদরা এলাকায় কিংডম ডেটস নামে একটি প্রক্রিয়াজাত খেজুরের কোম্পানিতে বিক্রয়কর্মীর কাজ করতেন। মঙ্গলবার সারাদিনের কাজ শেষে রাত সাড়ে আটটার দিকে সাইকেলে করে তার আরেক মামা সোহেল মিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

পথে দ্রুতগামী একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে সাজ্জাদ মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে শারজার আল দাহিদ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়ি ও তার চালককে আটক করেছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে সংসারের হাল ধরতে ২০২১ সালে আরব আমিরাতে আসেন তিনি। বাংলাদেশে সাজ্জাদের বাবা-মা ও তিন ভাইবোন রয়েছেন। আট মাস আগে দেশে ছুটিতে গিয়েছিলেন সাজ্জাদ।

বর্তমানে তার লাশ দাহিদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ঘটনার প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তা দেশে পাঠানো হবে বলে জানা গেছে।