ভারত থেকে ফেরার পথে গঙ্গায় ডুবল ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বাঁশবেড়িয়া এলাকার মাঝগঙ্গায় ছাইবোঝাই বাংলাদেশি একটি কার্গো জাহাজডুবির ঘটনার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। এতে বলা হয়েছে, রাজ্যের ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ায় বাংলাদেশি কার্গো জাহাজ এডি বছিরউদ্দিন কাজি ডুবে গেছে।