• 21 May, 2024

আল শিফার তলায় ১৮০ ফুট সুড়ঙ্গ, ভিডিও প্রকাশ আইডিএফের

আল শিফার তলায় ১৮০ ফুট সুড়ঙ্গ, ভিডিও প্রকাশ আইডিএফের

ফিলিস্তিনের গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল শিফার তলায় ১৮০ ফুট (৫৫ মিটার) দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক্সবার্তায় আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল শিফা হাসপাতালে পরিচালিত অভিযানের এক পর্যায়ে সেখানে ৫৫ মিটার (১৮০ ফুট) দীর্ঘ সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ইসরায়েলি সেনারা। হাসপাতাল কমপ্লেক্সের ৩৮ ফুট  (১০ মিটার) নিচ থেকে শুরু হয়েছে এই সুড়ঙ্গটি।’

‘সুড়ঙ্গটির প্রবেশমুখ বুলেটপ্রুভ দরজাসহ বিভিন্ন সুরক্ষা উপকরণে সজ্জিত। সুড়ঙ্গের ভেতর থেকে বাইরে বন্দুক ও রকেট ছোড়ার ব্যবস্থাও রয়েছে।’

গত কয়েক সপ্তাহ ধরে আমরা বলে যাচ্ছিলাম যে হামাস গাজার সাধারণ বেসামরিক লোকজন এবং হাসপাতালের রোগীদের মানববর্ম হিসেবে ব্যবহার করছে; কিন্তু কেউ বিশ্বাস করছিল না। আজ এটি প্রমাণিত হলো।’

‘গাজায় হামাসের যে সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে, তার সঙ্গে এটি যুক্ত। তাই এই সুড়ঙ্গটি দিয়ে হামাসের অন্যান্য ভূগর্ভস্থ কমান্ড সেন্টারেও যাওয়া যায়।’

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে এ অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও।

অভিযানের শুরু থেকেই ইসরায়েল দাবি করে আসছিল, গাজা উপত্যকার বেসামরিক বসতি, স্কুল ও হাসপাতালগুলোর তলদেশে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে। তবে হামাস বরাবরই তা অস্বীকার করেছে।