বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে উড়াল দেবে নাজমুল হোসেন শান্ত।
পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের এই সরকারের অধীনে স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে দেশ। যার ছাপ পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে গেল বুধবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার নিশ্চিত হলো চূড়ান্ত সফরের তারিখ,
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণ আমলে নিয়ে নির্ধারিত সূচির ৫ দিন আগেই পাকিস্তানে যাবে টাইগাররা। ১৭ আগস্টের পরিবর্তে ১২ই আগস্ট দুই টেস্ট খেলতে দেশ ছাড়বে টাইগাররা।
দেশের পরিস্থিতি তুলনামূলক বদলাতে শুরু করলেও স্টেডিয়ামে এখনও অনুশীলনের পুরো পরিবেশ ফেরেনি। দেখা যাচ্ছে রাজনৈতিক স্লোগান। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান এখন পর্যন্ত অজানা। এ ছাড়া আরও কয়েকজন পরিচালকও আত্মগোপনে আছেন। যে কারণে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটাররা এখনও স্বস্তিতে অনুশীলন করতে পারছেন না। সবমিলিয়ে আগেভাগেই পাকিস্তানে গিয়ে পরিপূর্ণ অনুশীলনের চিন্তা বিসিবির।
এর আগে নির্ধারিত সূচি বিবেচনায় আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল শান্ত-সাকিবদের। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শান্ত-বাবরের দল।