লিড নিয়েও জাপানকে হারাতে পারল না বাংলাদেশ
চীনের দাজহুতে চলছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। বাংলাদেশের বালক-বালিকা দুই দলই সেখানে খেলছে। দুই দলই তৃতীয় স্থানের জন্য আগামী রোববার লড়বে। সেদিন বাংলাদেশ বালক দলের প্রতিপক্ষ মালয়েশিয়া আর বালিকা দলের প্রতিপক্ষ কাজাখস্তান।