কর্মকর্তারা জানান, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অনেকেই ২০০৫ সালে সহকারী সচিব পদে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু এসিআর ভালো থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি আটকে রাখা হয়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অনেকে ইসিতে, কেউ কেউ মাঠ পর্যায়ে কর্মরত আছেন।
ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্তদের ইসি সচিব বা ইসির ইন্টারনাল ওয়েবসাইটের মাধ্যমে যোগদানের জন্য বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদন্নোতিপ্রাপ্তরা স্ব স্ব দপ্তরেই নিযুক্ত থাকবেন।
জানা গেছে, এসব কর্মকর্তারা ২০০৫ সহকারী সচিব পদে যোগ দিয়েছিলেন। এখন ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি পেলেন। একই সঙ্গে একজনকে পঞ্চম গ্রেডে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।