বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
একই সঙ্গে আইএমএফ-এর সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক (ডা.) এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর। যিনি ডা. বি. নামেই সবার কাছে পরিচিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা জানেন পূজা বিঘ্ন করতে পাহাড়ে এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। তবে এই ষড়যন্ত্র কার্যকর হয় নাই। একজনকে ধরা হয়েছিল, তিনি কিন্তু ওই কাজের সঙ্গে জড়িত ছিলেন না। ওনাদের উদ্দেশ্য সফল হতে পারে নাই। লক্ষীপূজা আরও ভালোভাবে হবে।
জন্ম মৃত্যু এস-ব হিসেব নিকেশের কোন বালাই নাই। তাঁর জীবন চলার পথে ছিল শুধু জন্ম - সৃষ্টিতে এগিয়ে চলার ধ্যান. চিন্তা ও গভীর অনুশীলন। কূটনীতিতে, মানব-সম্পদ, গ্রাম-গ্রামান্তরে ক্ষেতে খামারে, ধ্বংস-সৃষ্টিতে, মুক্তি-স্বাধীনতা, সংস্কার-পরিবর্তনের আপোষহীন ও বঞ্চিতের একজন পথিকৃত-সমন্বয়ক সংগঠক ছিলেন। পাহাড়-সমুদ্র-উপকূলীয় প্রভাবেই লেখাপড়ার ছন্দ।