নড়াইল জেলায় ৮মবারের মতো শ্রেষ্ঠ করদাতা হলেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু
আবদুস সাত্তার, নড়াইলঃ নড়াইল জেলায় ৮ম বারের মতো শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু। গিয়াস উদ্দিন খান ডালুকে ২০২২-২০২৩ করবর্ষে কর অঞ্চল খুলনা কর্তৃক জেলার সেরা করদাতা (১ম) নির্বাচিত করেন। সেরা করদাতা হিসেবে তাঁকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।