জাতীয় ৩১ বছরেও রাশেদ খান মেনন হত্যাচেষ্টার বিচার হয়নি 17 Aug, 2023 3 mins read 139 views ১৯৯২ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। এরপর ৩১ বছর চলে গেলেও রাশেদ খান মেনন হত্যাচেষ্টার বিচার হয়নি।