“তিন দশকের অপেক্ষা: পাটেশ্বরী খালের পাড়ের মানুষের এক টুকরো সেতুর স্বপ্ন”

কালিয়া উপজেলার পাটেশ্বরী খাল পাড়ের মানুষের জন্য একটি নিরাপদ সেতু এখনো স্বপ্নের মতো। প্রায় তিন দশক ধরে কাঠের তৈরি একটি ঝুঁকিপূর্ণ সাঁকোর উপর ভরসা করেই চলছে তাদের জীবনযাত্রা। কৃষিকাজ, বাজার সদাই, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত—সবকিছুর জন্যই নির্ভর করতে হচ্ছে এই নড়বড়ে সাঁকো আর নৌকাপারাপারের উপর। উন্নয়নের ছোঁয়া পৌঁছালেও অবহেলিত থেকে গেছে এই জনপদের মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা—একটি টেকসই সেতু।