জাতীয় ৩য় দফায় আরও ১০ জেলায় নতুন ডিসি 10 Jul, 2023 13 mins read 115 views তিনদিন আগেই ঢাকাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়। এবার আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ২৪ ব্যাচের ৩ জন, ২৫ ব্যাচের ২ জন এবং ২৭ ব্যাচের ৫ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।