ভারতে ল্যাপটপ আমদানি বন্ধ করে দিয়েছে অ্যাপল-স্যামসাং
বিদেশ থেকে ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ওই নিষেধাজ্ঞার পর ভারতে বিদেশ থেকে ল্যাপটপ-কম্পিউটার আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল, স্যামসাং ও এইচপি ইনকর্পোরেটেডের মতো বহুজাতিক সংস্থা। যদিও এ বিষয়ে তিন সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।