খাবার থেকে অতিরিক্ত লবণ কমানোর উপায়
রান্নার স্বাদ সবদিন সমান হয় না। কোনোদিন হলুদ বেশি তো কোনোদিন তেল বেশি। আবার কোনোদিন রান্নায় লবণ বেশি হয়ে যেতে পারে। অতিরিক্ত লবণের কারণে অনেক সময় খাবার মুখেই তোলা যায় না। তখন সব উপকরণ, পরিশ্রম নষ্ট হয়। তবে মন খারাপ না করে খাবার থেকে লবণ কমানোর উপায় জেনে নিতে পারেন। এতে অতিরিক্ত লবণ খুব সহজেই কমাতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক খাবার থেকে অতিরিক্ত লবণ কমানোর উপায়-