গ্রিন সিগন্যাল পেল শাহরুখের নতুন সিনেমা, কত ঘণ্টার ছবি ডাঙ্কি?
বলিউডে একটি বছর যেন নিজের করে নিয়েছেন শাহরুখ খান। চার বছর পর ২০২৩ সালে ফিরেই পাঠান দিয়ে ছক্কা হাঁকান। এরপর জওয়ান এসে পাঠানের রেকর্ড ভেঙে নজির গড়ে। এবার তালিকায় ডাঙ্কি। বলিউড সম্রাটের নতুন সিনেমাটি ইতোমধ্যে সেন্সর বোর্ডে গ্রিন সিগন্যালও পেয়ে গেছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।