সালমানের দেরি হওয়ায় শুট ছেড়ে বেরিয়ে গেলেন অক্ষয়
ভারতের জনপ্রিয় টিভি শো বিগ বসের সঞ্চালক বলিউডের সালমান খান। সেখানে অতিথি হিসেবে সময়মতই হাজির হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। সেখানে তিনি লম্বা সময় অপেক্ষা করেন সঞ্চালক সালমানের জন্য। কিন্তু, সালমান সেখানে হাজির হতে অনেক দেরি করে ফেলে। এর ফলে সেই শো-এর শুটিং সেট থেকে বের হয়ে যান অক্ষয়।